তিন শিক্ষকের নাগিন ড্যান্স (Photo: ANI)

জয়পুর, ২৮ নভেম্বর: ট্রেনিং নিতে গেছিলেন কয়েকজন শিক্ষক। সেই সেখানেই নাগিন ড্যান্স (nagin dance) করে সাসপেন্ড হলেন এক সরকারি স্কুলের শিক্ষক। আর দু'জনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জালোরে (Jollore) জেলায়। ঘটনাটি ঘটেছে ১০ দিন আগে। বুধবার এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। নাগিন ড্যান্স করার সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনিং সেন্টারের মধ্যে এক শিক্ষিকা ও দুজন শিক্ষক নাগিন ড্যান্স করছেন। সেখানে উপস্থিত অন্য শিক্ষক-শিক্ষিকারা তা দেখে মজা করছেন।

জালোরের জেলা শিক্ষা অধিকর্তা অশোক রোয়েশওয়াল বলেন, "আমরা এক শিক্ষককে সাসপেন্ড করেছি। যিনি ওি নাচ করার উদ্যোগ নেন। বাকি দুজনকে আমরা শোকজ করেছি। কারণ তাঁরা নতুন কাজে যোগ দিয়েছেন। এবং নিয়ম সম্পর্কে সবকিছু জানেন না। নাচ করার মধ্যে কোনও অপরাধ নেই। তবে আচরণবিধি মেনে চলা উচিত।" আরও পড়ুন:  Mother Pumps Breast Milk for 63 Days: সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে ৬৩ দিন ধরে বুকের দুধ জমিয়ে মিল্ক ব্যঙ্কে দান করলেন মার্কিন মহিলা

যদিও এক শিক্ষককে সাসপেন্ড করার ঘটনায় শিক্ষা দফতরের অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, শিক্ষক-শিক্ষিকারা নিজেদের মধ্যেই মজা করছিলেন। সেটাও আবার অবসর সময়ে। নাচের মধ্যে কী খারাপ আর আপত্তিকর আছে। কোনও সরকারি কর্মচারী কি সহকর্মীদের সঙ্গে আনন্দ করতে পারবেন না।