প্রতীকী ছবি (Photo Credits: PTI)

জয়পুর, ১৩ অগাস্টঃ রাজস্থানে পথ দুর্ঘটনায় (Rajasthan Road Accident) প্রাণ গেল পরিবারের সাত সদস্যের। শনিবার রাজস্থানের (Rajasthan) নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে পরিবারের ৭ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।

ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, বাঁথাদি গ্রামের খুনখুনা থানার কাছে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে রাজস্থানের বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের জয়পুরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভ্যানে করে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ পথে বাসের সঙ্গে ধাক্কা লাগে যাত্রী বোঝাই ভ্যানের।