কুলিদের সঙ্গে রাহুল গান্ধী(ছবিঃX)

নয়াদিল্লিঃ মহাকুম্ভগামী(Mahakumbh 2025) ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি। গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে(New Delhi Station) পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জন পুণ্যার্থীর। আহত হন বহু। এই ঘটনায় শুরু থেকেই কেন্দ্রকে দুষছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Congress MP Rahul Gandhi)। এ বার নয়া দিল্লি স্টেশনে প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীদের রক্ষা করা কুলিদের সঙ্গে দেখা করলেন রাহুল। তাঁদের বিশেষ ধন্যবাদ জানালেন কংগ্রেস যুবরাজ।

নয়াদিল্লি স্টেশনের কুলিদের ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী

প্রসঙ্গত, এই ঘটনায় শুরু থেকেই রেলের ব্যর্থতাকেই দায়ী করেছেন রাহুল। গোটা ঘটনাটি আদতে ‘প্রশাসনিক ব্যর্থতা’ বলেই দাবি করেন তিনি। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ", ‘ বর্তমানে প্রয়াগরাজে বহু পুণ্যার্থী যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্টেশনে আরও ভালো ব্যবস্থাপনা করা উচিত ছিল। অব্যবস্থার কারণে যাতে কারও মৃত্যু না হয় তা প্রশাসনের নিশ্চিত করা উচিত।" কীভাবে ঘটেছিল েএই পদপিষ্টের ঘটনা?  গত ১৫ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টা নাগাদ মহাকুম্ভের উদ্দেশে রওনা দেওয়ার জন্য নয়া দিল্লি স্টেশনে জমা হন বহু পুণ্যার্থী । এ দিন নয়া দিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশে তিনটি ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে দু’টি ট্রেন লেট থাকায় ভিড়ের চাপ বাড়ে। ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরই মধ্যে পাশাপাশি দু'টি প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াতে মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এর এরই মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলা, শিশু-সহ মোট ১৮ জনের। আহতও হয়েছেন বহু মানুষ।

বিশেষ ধন্যবাদ জানাতে নয়াদিল্লি স্টেশনের কুলিদের সঙ্গে দেখা রাহুল গান্ধীর