Bharat Jodo Nyay Yatra (Photo Credits: ANI)

কোহিমা, ১৬ জানুয়ারিঃ লোকসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের (Congress) দ্বিতীয় জনসংযোগ যাত্রা। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ৬৬ দিনের জন্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বেরিয়ে পড়েছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra)। রবিবার ১৪ জানুয়ারি মণিপুরের (Manipur) থৌবল জেলা থেকে শুরু হয়েছে এই জনসংযোগ যাত্রা। ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চের ২০-২১ তারিখ নাগাদ শেষ হবে পূর্ব এবং পশ্চিম ভারতকে জোড়ার কংগ্রেসের এই যাত্রা। আজ মঙ্গলবার যাত্রার তৃতীয় দিনে নাগাল্যান্ড (Nagaland) পৌঁছেছেন রাহুল গান্ধী। নাগান্যান্ডের কোহিমায় (Kohima) যুদ্ধ কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করেছেন তৃতীয় দিনের ভারত জোড়ো ন্যায় যাত্রা।

এদিন কোহিমায় স্থানীয়দের উদ্দেশ্যে তাঁকে (Rahul Gandhi) বলতে শোনা গিয়েছে, 'আপনাদের রাজ্য ছোট তাতে কিছু যায় আসে না। আপনাদেরও দেশের সকল মানুষের মতই সমান অধিকার রয়েছে। আপনাদের তা বোঝানোই ভারত জোড়া ন্যায় যাত্রার উদ্দেশ্যে'।

কোহিমায় রাহুল গান্ধী... 

কংগ্রেসের প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’ দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে শুরু হয়ে উত্তরের কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল। এবার তা পূর্ব থেকে পশ্চিমে। তবে প্রথম ভারত জোড়ো যাত্রার মত এই যাত্রা সম্পূর্ণ পায়ে হেঁটে করবে না কংগ্রেস। খানিক পায়ে হেঁটে এবং খানিক বাসে চেপে ভারত জোড়া ন্যায় যাত্রা এগিয়ে নিয়ে যাবেন রাহুন গান্ধী এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা।