নয়াদিল্লিঃ আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টাম্বর ভক্তদের জন্য বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple)দরজা। মন্দির (Temple) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন বিকাল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনও ভক্তকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। কী কারণে এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, বৃহস্পতিবার, ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী। এটিই হল জগন্নাথ দেবের জন্মতিথি। এই সময় তাই প্রভু জগন্নাথকে ভোগ দেওয়া হয়। এই ভোগ দেওয়ার পর নামন জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়। এই গোটা সময় সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে মন্দিরের দরজা।
কেন ৫ ঘণ্টা বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির?
এই ব্যাপারে ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। পাঁচ ঘণ্টা পর মন্দিরের দরজা খুললে, স্বাভাবিকভাবেই ভক্তদের ঢল নামবে। সেই ভিড় সামালানোর জন্য বিশেষ ব্যবস্থা করছে মন্দির কর্তৃপক্ষ। নির্দিষ্ট লাইনের মাধ্যমে মন্দিরে প্রবেশ করানো হবে ভক্তদের। এই কাজ সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
ভক্তদের জন্য বন্ধ পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, কিন্তু কেন?
— Shree Jagannatha Temple Office, Puri (@SJTA_Puri) September 3, 2025