নয়াদিল্লিঃ কানাডায় (Canada) ফের খুন ভারতীয় ব্যবসায়ী। সোমবার কানাডার অ্যাবটসফোর্ডে গুলি করে হত্যা করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দর্শন সিং সাহাসিকে(Darshan Singh Sashi )সোশ্যাল মিডিয়া পোস্টে এই খুনের দায় স্বীকার করল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। পাশাপাশি পঞ্জাবি গায়কের বাড়িতে হামলার দায়ও স্বীকার করেছে এই গ্যাং।

নিহত ব্যবসায়ীর বয়স ৬৮। আদতে পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি। নব্বইয়ের দশকে কর্মসূত্রে কানাডায় যান তিনি। কলাম্বিয়ার অ্যাবোটসফোর্ড শহরে থাকতেন তিনি। সোমবার বাড়ির সামনেই তাঁকে গুলি করে খুন করা হয়। প্রায় দু'ঘণ্টা ধরে তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিল আততায়ীরা। তিনি বাইরে বের হতেই তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এরপরই সোশ্যাল মিডিয়া পোস্টে হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং-এর তরফে জানানো হয়, দর্শন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাঁর থেকে মোটা টাকা চেয়ে না পাওয়ার কারণে তাঁকে খুন করা হয়েছে। যদিও এই খুনের দায় স্বীকার করলেও এখনও পর্যন্ত খুনের নেপথ্যে তোলাবাজির কোনও প্রমাণ এখনও মেলেনি বলে জানিয়েছে কানাডা পুলিশ।

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে খুন,অকপটে হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের