নয়াদিল্লি: নীতীশ কুমার (Nitish Kumar)-এর ১০ বছরে ৫ বার 'ডিগবাজি'। মহাগঠবন্ধন থেকে বেরিয়ে এসে এনডিএ-র শরিক হিসাবে নতুন করে সরকার গড়েছেন নীতীশ। রবিবার বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। লোকসভা ভোটের আগে নীতিশ কুমারের ভোলবদল প্রসঙ্গে অনেক বিরোধী নেতারাই বিভিন্ন মন্তব্য করছেন। নীতীশের এই ভোলবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস।
নীতীশের বাবা বার ভোলবদলের আচরণে বিস্মিত হয়েছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar)। তিনি বলেছেন, মানুষ নীতীশ কুমারকে উপযুক্ত জবাব দেবে।তিনি আরও বলেন, আমি জানি না হঠাৎ কী ঘটেছে, তবে জনসাধারণ অবশ্যই তাঁকে ভবিষ্যতে তাঁর আচরণের জন্য পাঠ শেখাবে...’
দেখুন
"Public Will Teach Him A Lesson": Sharad Pawar On Nitish Kumar's Switch https://t.co/YZmnoElUBG pic.twitter.com/ed4wgybRKB
— NDTV (@ndtv) January 29, 2024