নীতিশ কুমারের এনডিএ জোটে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানান " নীতিশ কুমার মিটিং ডেকেছিলেন। পাটনায় ১৮ টি দল উপস্থিত ছিল। বেঙ্গালুরুতে, মুম্বইতে, মিটিং হয়েছে। তিনি কোন ইশারা দেননি যে তিনি ইন্ডিয়া জোট ভেঙে চলে যাবেন। এটা খুবই দুঃখের বিষয় যে শেষ মূহূর্তে তিনি আমাদের হাত ছেড়ে দিলেন। এটা বিশ্বাসে ধাক্কা দেওয়া এবং বিহারের মানুষ তাঁকে খুব শীঘ্রই উত্তর দেবেন।"
রবিবার রাজভবনের গিয়ে নিজের ইস্তফা দিয়ে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।তার এই পদক্ষেপ যে প্রত্যাশিত ছিল সে বিষয়ে আগাম আভাষ পেয়েছিলেন অনেকেই। তবে এটিই প্রথমবার নয় এইভাবে মাঝপথে জোট ভেঙে বেরিয়ে যাওয়ার ঘটনা নীতিশ কুমারের কাছে নতুন নয়।
#WATCH | West Bengal: On Nitish Kumar joining NDA, Congress MP Jairam Ramesh says, "Nitish Kumar called a meeting... 18 parties were present in Patna. The meeting was held in Bengaluru, Mumbai. Nitish Kumar was present in all the meetings. He didn't give any hint (that he would… pic.twitter.com/BvfsSLRZpb
— ANI (@ANI) January 29, 2024