Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের পণের (Dowry) দাবিতে অত্যাচার গর্ভবতী (Pregnant)গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রংপুর গ্রামে কয়েকবছর আগে মৈনপুরীর গোপালপুর গ্রামের বাসিন্দা শচীনের সঙ্গে বিয়ে হয় রজনী কুমারী নামে এক তরুণীর অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে রজনীর উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা বাপেরবাড়ি থেকে নগদ পাঁচ লক্ষ টাকা আনার জন্য চাপ দেওয়া হত তরুণীকে সেই দাবি পূরণ না হওয়ায় চলত অত্যাচার সম্প্রতি সেই অত্যাচার চরমে পর্যায়ে পৌঁছয় রজনীকে পিটিয়ে মেরে ফেলে শচীন তার পরিবারের লোকজন এরপর দেহ লোপাটের চেষ্টা করে তারা

শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত অন্তঃসত্ত্বা মহিলা

কয়েকদিন মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সন্দেহ হয় রজনীর মা সুনীতা দেবীর শনিবার সোজা শচীনের বাড়ি গিয়ে হাজির হন তাঁরা সেখান গিয়েই মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা জামাই শচীন-সহ শ্বশুরবাড়ির ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

পণের দাবিতে অত্যাচার, গর্ভবতী বধূকে পিটিয়ে মারল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা