Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ভিন জাতের মেয়েকে বিয়ে (Wedding) করেছিল সে শুরু থেকেই এই বিয়েতে মত ছিল না বাবার কিন্তু বাবার অমতেই ভালবাসার মানুষকে বিয়ে করেন যুবক বিয়ের কয়েক মাস পরই গর্ভবতী হয়ে পড়েন স্ত্রী কিন্তু অন্য জাতের নাতি-নাতনির মুখ দেখবেন না বলে গর্ভবতী পুত্রবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে গোটা ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে মৃতার শাশুড়ি ননদের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার আসিফাবাদ জেলার দাহেগাঁও মণ্ডলে গেরে গ্রামে অভিযুক্ত শ্বশুরের নাম কুমুরাম ভীম কয়েক মাস আগে তার ছেলে শেখরের সঙ্গে রানি নামে এক তরুণীর বিয়ে হয় রানি তফসিলি উপজাতি থাকায় বিয়েতে আপত্তি ছিল কুমুরামের বিয়ের পর থেকে রানির উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা সম্প্রতি রানিকে কুপিয়ে খুন করে তারা ঘর থেকে উদ্ধার হয় কুড়ুল বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন শেখর এই ঘটনায় মা, বাবা বোনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ মৃতার শাশুড়ি ননদকে গ্রেফতার করেছে পুলিশ

ভিন জাতের নাতি-নাতনির মুখ দেখতে আপত্তি, গর্ভবতী পুত্রবধূকে কুপিয়ে খুন শ্বশুরের