Bruno Fernandes Photo credit: Twitter@FIFAworldcup

কাতার বিশ্বকাপের ( Qatar World Cup 2022) শেষ ষোলোয় চলে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। গতকাল রাতে লুসাইল স্টেডিয়ামে লাল উৎসব দেখল ফুটবলবিশ্ব।  বিশ্বকাপের ইতিহাসে ২০১৮ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে (Uruguay)এবং পর্তুগাল (Portugal)। শেষ ১৬'র সেই ম্যাচটি জিতেছিল উরুগুয়ে। এবার তাদের হারিয়ে প্রতিশোধ নিল রোনাল্ডোরা।

সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি কোনও দলেরই।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় পর্তুগাল। বল দখলেও একচেটিয়া আধিপত্য ধরে রাখে রোনাল্ডো বাহিনী। তবে প্রথমার্ধে তেমন জোরাল সুযোগ তৈরি হয়নি।পর্তুগালের আক্রমণের তোপে প্রথমদিকে অতি রক্ষণাত্মক ফুটবল খেলেছে উরুগুয়ে। কাভানিরা আক্রমণের চেয়ে নিজেদের রক্ষণের দিকেই বেশি মনোযোগ দিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণে উঠে আসে তারাও।৩২ মিনিটে মাতিয়াস বেসিনোর পাস ধরে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নেন বেনতেনকার। সেই শট অবশ্য ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার দৃশ্যপট। গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। যার ধারাবাহিকতায় ৫৩  মিনিটেই গোলের দেখা পায় পর্তুগাল। বাম প্রান্ত থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদ্দেশ্যে ক্রস দেন ব্রুনো ফার্নান্দেজ। রোনাল্ডো লাফিয়ে ওঠেন হেড করার জন্য। প্রথম দেখায় অনেকেরই মনে হয় রোনাল্ডো হেডে গোল করেছেন। স্কোরও লেখা হলও সেভাবেই। পরে অবশ্য ভিএআর জানিয়ে দিল রোনাল্ডোর মাথা লাগেনি বলে। গোল ব্রুনো ফার্নান্দেজেরই। তার ক্রসই ফার পোস্ট দিয়ে জালে জড়ায়।

গোল হজমের পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সুয়ারেস মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে তাদের। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পানি উরুগুয়ে। উল্টো ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল।দলকে লিড এনে দেয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। যোগ করা সময়ের ৩ মিনিটে তিনি দ্বিতীয় গোল দেন পেনাল্টি থেকে। ডি বক্সে ব্রুনোর শটই ক্লিয়ার করতে গিয়ে নীচে পড়ে বল হাতে লাগিয়ে ফেলেন গিমিনেজ।  গিমিনেজের দু’পায়ের মাঝে দিয়ে বল নিতে চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে তা ট্যাকল করতে গিয়ে হ্যান্ডবল হয়। ভিএআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ব্রুনো, পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।

এই জয়ের ফলে গ্রুপ এইচ এর শীর্ষে চলে গেলেন রোনাল্ডোরা। ঘানা রয়েছে দ্বিতীয় স্থানে।১পয়েন্ট পেয়ে গ্রুপ তালিকার একদম শেষে  দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। তাই নকআউটে যেতে গেলে পরের ম্যাচে ঘানাকে হারাতেই হবে তাদের।