ভেঙে দেওয়া হল ট্রাকের কাচ (ছবি: X)

কলকাতাঃ খাস কলকাতার (Kolkata) বুকে ট্রাক (Truck)চালকদের থেকে তোলা চাওয়া ও ভাঙচুরের অভিযোগে বরখাস্ত চার সাব ইনস্পেক্টর। সাসপেন্ড (Suspend) করা হল নিউ আলিপুর থানার চার এসআইকে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই চার এসআইকে বরখাস্ত করল লালবাজার। জানা গিয়েছে, বুধবার নিউ আলিপুর মোড়ে রাস্তা অবরোধ করেন ৩৫–৪০ জন ট্রাক চালক। রাস্তা আটকে ট্রাক দাঁড় করিয়ে দেন তাঁরা। অভিযোগ, রাতে পার্ক করা ট্রাকগুলিতে ভাঙচুর চালানো হয়। পাংচার করে দেওয়া হয় চাকা।

ট্রাকে ভাঙচুর চালানোর অভিযোগে সাসপেন্ড চার অফিসার

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ট্রাক চালকেরা। তাঁদের অভিযোগ, পুলিশ তোলা চায়। কিন্তু তা না দেওয়াতেই ট্রাক ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি শুরু হয় ট্রাক চালকদের। শেষে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবরোধ তোলেন ট্রাক চালকেরা। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার সাব ইনস্পেক্টরকে চিহ্নিত করা হয়। এরপরই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় লালবাজার।

তোলা না পাওয়ায় ট্রাকে ভাঙচুর, সাসপেন্ড চার সাব ইনস্পেক্টর