কাঠমান্ডু: রেকর্ড (Record) গড়ে সপ্তমবারের (Seventh Time) জন্য নেপালের প্রধানমন্ত্রী (Nepal Prime Minister) পদে বসলেন শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba)। ২০১৫ সালে হিন্দু রাষ্ট্রের (Hindu country) তকমা ছেড়ে একটি ধর্মনিরপেক্ষ (Secular), সাধারণতন্ত্র (Republic) ও গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল হিমালয়ের এই কোলে অবস্থিত এই ছোট্ট দেশটি। তারপর গত রবিবার দ্বিতীয়বারের জন্য জাতীয় সংসদীয় নির্বাচন হয়েছিল এখানে। তাতে জয়ী হয়ে ফের ক্ষমতায় ফিরল নেপালি কংগ্রেস (Nepali Congress)।
আর নেপালি কংগ্রেসে সভাপতি (President) শের বাহাদুর দেউবা ফের নির্বাচিত হলেন তাঁর গতবারের জেতা আসন দাদেলধুরা (Dadeldhura) থেকে। সেখানে তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) থেকে স্নাতক (graduate) হওয়া সাগর ধাকাল (Sagar Dhakal)। নির্বাচনে প্রচারে নেমে দেউবাকে আক্রমণ করে তিনি বলেছিলেন, সময় এসেছে দেশের শাসনবার যুব ও নতুন প্রজন্মের হাতে তুলে নেওয়ার। কিন্তু, দাদেলধুরার মানুষ ফের বেছে নিলেন ৭৬ বছরের দেউবাকেই।
নেপালের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিজের পুরনো আসনে ২৫ হাজার ৫৩৪টি ভোট পেয়েছেন শের বাহাদুর দেউবা। সেখানে সাগরের ঝুলিতে এসেছে ১৩ হাজার ৪২টি ভোট। এর আগে ২০১৭ সালে হওয়া জাতীয় নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দেউবা। অবশ্য তার আগে ১৯৯১ সাল থেকেই টানা এই আসনে জয়ী হয়ে আসছিলেন তিনি।