নয়াদিল্লিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) শুল্ক (Tariff) কোপের মুখে ভারত। তবে এবার পাল্টা হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট জানালেন, দেশের কৃষক, পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না ভারত সরকার। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন মোদী। সেখানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কৃষি আমাদের মূল ভিত্তি। তাই কৃষকদের স্বার্থ আমাদের কাছে সবার আগে। তাই ভারত কখনই কৃষক, পশুপালক ও মৎসজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। জানি না এর জন্য আমায় বিশাল মূল্য চোকাতে হবে কি না কিন্তু আমি সবকিছুর জন্য প্রস্তুত।"
এবার হোয়াইট হাউসকে হুঙ্কার মোদীর
উল্লেখ্য, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। এই বিষয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের উপর বাড়তি কর চাপানো হচ্ছে। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ কর চাপাতে চলেছে হোয়াইট হাউস। আগামী ২১ দিনের মধ্যে এই কর কার্যকর হবে। ট্রাম্পের দাবি, "ভারত বর্তমানে রাশিয়া থেকে তেল আমদানি করছে। যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়ার বানিজ্যে সাহায্য করছে। এই কর্মকাণ্ডের কন্য ভারতের উপর বাড়তি কর চাপানো দরকার।" ট্রাম্পের এই ঘোষণার পরই একটা বিবৃতি দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। এই বিবৃতিতে উল্লেখ করা হয়, "রাশিয়ার থেকে তেল কেনায় আমেরিকার নজরে ভারত। এই নিয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। ১৪০ কোটি মানুষের চাহিদার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত।"
টাম্পের শুল্কো কোপের মুখে পড়ে হুঙ্কার মোদীর
In response to Trump's 50% tarrif
Modi's reply:-#tarriffwar #TarrifonIndia #TrumpTariffs pic.twitter.com/pGH5uAeYea
— The Nationalist Post⚡ 🇮🇳🚩 (@vidhyadharkuma2) August 7, 2025