নয়াদিল্লিঃ পঞ্চদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই সফরের মূল উপলক্ষ ব্রাজিলের (Brazil) ব্রিকস সম্মেলন (BRICS Summit 2025)। গতকাল, অর্থাৎ রবিবার সকালেই ব্রাজিলে পৌঁছেছেন মোদী। এবার রিও ডি জেনেরিয়ো শহরে মডার্ন আর্ট মিউজিয়াম ঘুরে দেখার পর ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী। দেখা করলেন বহু রাষ্ট্রনেতাদের সঙ্গে ভাগ করে নিলের নানা মতামত।
ব্রাজিলে পৌঁছে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ মোদীর
এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "রিও-ডি-জেনেরিওতে এবছরের ব্রিকস সম্মেলন আয়োজন করার জন্য রাষ্ট্রপতি লুলার কাছে আমি কৃতজ্ঞ। এই ব্রিকস সম্মেলন আসলে অর্থনৈতিক শক্তি জোগায় এবং সহযোগিতার হাত বাড়ায়।" রবিবার এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রথমেই ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নমো। এরপর পোঁছে যান 'মিটিং পয়েন্টে'-এ। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন তিনি। তোলেন ছবি। মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে আলাপচারিতায় দেখা যায় মোদীকে। পহেলগাঁও জঙ্গি হানার তীব্র নিন্দা করার জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদী। সেই সঙ্গেই ভারত-মালয়শিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে বলে জানান মোদী। এছাড়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী।
ব্রাজিলের মাটিতে ব্রিকস সম্মেলনে যোগ মোদীর, দেখা করলেন বহু রাষ্ট্রনেতাদের সঙ্গে
PM Narendra Modi participated in the Outreach Session on ‘Strengthening Multilateralism, Economic-Financial Affairs and Artificial Intelligence’, along with BRICS members, partners and outreach invitees, at the 17th BRICS Summit.
In his address, the PM emphasised BRICS as a… pic.twitter.com/B5LvJYEiOJ
— ANI (@ANI) July 6, 2025
মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের সঙ্গে মোদী
PM Narendra Modi met Anwar Ibrahim, PM of Malaysia, on the sidelines of the 17th BRICS Summit in Rio de Janeiro, Brazil
PM thanked PM Ibrahim for his strong condemnation of the terrorist attack in Pahalgam. Both leaders reviewed progress in various areas of India-Malaysia… pic.twitter.com/LHaTuqJgPo
— ANI (@ANI) July 6, 2025