PM Narendra Modi (Photo Credit: ANI/X)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায়, বেসরকারি খাতে প্রথমবার চাকরিতে প্রবেশকারী তরুণ-তরুণীদের ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই পরিমাণ তিনটি কিস্তিতে ইপিএফও (Employees Provident Fund Organisation) অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হবে। এই উদ্যোগের লক্ষ্য প্রায় ৩.৫ কোটি যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ প্রদান করা।

আরও পড়ুন: 79th Independence Day: স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী (দেখুন ভিডিও)

এছাড়াও, ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে, সংগঠিত খাতে প্রথমবার চাকরিতে প্রবেশকারীদের জন্য ইপিএফও-তে এক মাসের বেতন (সর্বোচ্চ ১৫,০০০ টাকা) প্রদান করা হবে, যা তিনটি কিস্তিতে দেওয়া হবে। এই সুবিধা পাওয়ার জন্য কর্মীর মাসিক বেতন ১ লক্ষ টাকার কম হতে হবে এবং এতে প্রায় ২.১ কোটি যুবক-যুবতী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।