নয়াদিল্লি: জি ২০ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বের অন্যান্য নেতারা দিল্লির রাজঘাটে পৌঁছলেন। পুষ্পস্তবক অনুষ্ঠানে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (UK PM Rishi Sunak), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধানমন্ত্রী মোদি তাঁদের "আংরাখা" দিয়ে স্বাগত জানান।
দেখুন ভিডিও
VIDEO | PM Modi with US President Joe Biden, UK PM Rishi Sunak and other world leaders at Rajghat, Delhi to pay homage to Mahatma Gandhi. (n/1)#G20Summit2023 pic.twitter.com/pQK1aDW5m7
— Press Trust of India (@PTI_News) September 10, 2023
পুষ্পস্তবক অর্পণের পর নেতারা গাছ রোপণ অনুষ্ঠানে ভারত মণ্ডপে পৌঁছাবেন।