Vinesh Phogat & PM Modi (Photo Credit: Vinesh Phogat/ Instagram & PTI/ X)

প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ যৌথভাবে রুপোর জন্য ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) আবেদন খারিজ হয়ে যাওয়ার ঠিক একদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) গ্রীষ্মকালীন গেমসে ইতিহাস তৈরি করার জন্য এবং দেশকে গর্বিত করার জন্য ভারতীয় কুস্তিগীরের প্রশংসা করেছেন। ৫০ কেজি ওজনের স্বর্ণপদক ম্যাচের দিন মাত্র ১০০ গ্রাম ওজন কমাতে ব্যর্থ হওয়ায় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) যৌথ রৌপ্যের জন্য আবেদন করেন ভিনেশ। বুধবার স্পোর্টস ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে দেয়। স্বাধীনতা দিবসে দিল্লিতে নিজের বাসভবনে ভারতীয় অলিম্পিক দলের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ভিনেশ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিকের ফাইনালে পৌঁছেছেন, তা দেশের জন্য 'অত্যন্ত গর্বের মুহূর্ত'। PM Modi Meet Olympics Medalist: স্বাধীনতা দিবসে অলিম্পিক পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ভিনেশ ফোগাটের প্রতিক্রিয়া (Vinesh Phogat Reaction)

রুপোর আবেদন খারিজ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিয়ে গতকাল পোস্ট করেন ভিনেশ নিজেই। তিনবারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ২৯ বছর বয়সী এই অ্যাথলিট ইনস্টাগ্রামে মাথায় হাত দিয়ে মাদুরে শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন। ছবির কোনও ক্যাপশন দেননি তিনি। ছবিটি দেখে বোঝা যায় যে তিনি যন্ত্রণায় রয়েছেন। এটি আসলে প্যারিস অলিম্পিকের সেই মুহূর্তের ছবি যখন তিনি তার মহিলাদের ৫০ কেজি রেসলিংয়ে রাউন্ড অফ ১৬ বাউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের ইউই সাসাকিকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। সিনিয়র কেরিয়ারে এই প্রথম আন্তর্জাতিক বাউটে হেরেছিলেন সাসাকি।

 

View this post on Instagram

 

A post shared by Vinesh Phogat (@vineshphogat)