মন্টানায় বিমান দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার বড়সড় বিমান দুর্ঘটনা মন্টানার ক্যালিস্পেলে ভেঙে পড়ল বিমান একটি ছোট বিমানের সঙ্গে ধাক্কা জেরে এই দুর্ঘটনা ঘটে বলে খবর এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে বিমানটি কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা প্রাথমিক তদন্তে অনুমান,অবতরণের সময় বিমানটি রানওয়েতে একটি সমস্যার সম্মুখীন হয় এরপর রানওয়েতে পার্ক করা একটি ছোট বিমানের সঙ্গে তার সংঘর্ষ হয় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও হতাহতের সংখ্যাটা অস্পষ্ট ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল

মন্টানায় বিম্ন দুর্ঘটনা, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, চারজন যাত্রী নিয়ে একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল এছাড়া এফএএ জানিয়েছে, সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি দাঁড়িয়ে থাকা একটি খালি বিমানকে ধাক্কা দেয়। এফএএ রেকর্ড অনুসারে, বিমানটি ২০১১ সালে নির্মিত। উল্লেখ্য, উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহর ক্যালিস্পেল এই শহরের দক্ষিণভাগে অবস্থিত বিমানবন্দরটি

ফের বিমান দুর্ঘটনা, দুই উড়ানে সংঘর্ষের জেরে আকাশ ঢাকল কালো ধোঁয়ায়