Parliament Security Breach: সংসদের অন্দরে নিরাপত্তা কোথায়! সেই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার দুপুরে জুতোর মধ্যে রং বোমা নিয়ে সংসদে প্রবেশ করে দুই যুবক। অধিবেশন চলাকালীন দর্শক আসন থেকে রং বোমা ছুড়তে থাকে ওই দুই অভিযুক্ত। মুহূর্তে হলুদ ধোঁয়ায় ঢেকে যায় অধিবেশন কক্ষ। শুরু হয় হট্টগোল। আতঙ্কিত হয়ে পড়েন সাংসদেরা। আতঙ্কের মাঝেই দুই আটক করে ওই দুই হামলাকারিকে। অধিবেশন কক্ষের ভিতরে যখন রং বোমাকাণ্ড চলছে ঠিক তখনই সংসদ ভবনের বাইরে দুজন 'তানাশাহি নেহি চলেগা' স্লোগান তুলতে থাকেন। তাঁদের মধ্যে একজন মহিলা। দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ সংসদে নিরাপত্তা বিঘ্নিত, দায়ভার নিন মোদী, শাহ, দাবি কল্যাণের
বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত পঞ্চম জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনার সঙ্গে আরও একজন যুক্ত রয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। যদিও সেই 'ষড়যন্ত্রকারী' এখনও অধরা। গ্রেফতার পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির অধীনে ধারা ১২০ বি (অপরাধের ষড়যন্ত্র), ৪৫২ (অনধিকার প্রবেশ), ১৫৩ (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি), ১৮৬ (সরকারি কর্মচারীকে সরকারী কার্য সম্পাদনে বাধা দেওয়া), ৩৫৩ (আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) বা রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে মামলা রজু করা হয়েছে।