Parliament Security Breach: বুধবার দুপুরে সংসদের অন্দরে রং বাজি হামলার ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। তবে এই ষড়যন্ত্রে আরও একজনের জড়িত থাকার হদিশ পেয়েছে পুলিশ। ষষ্ঠ অভিযুক্তের খোঁজ চলছে। বুধবার দুপুরে জুতোর মধ্যে রং বোমা নিয়ে সংসদের ভিতরে প্রবেশ করে দুই যুবক। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। অধিবেশন চলাকালীন দর্শক আসন থেকে রং বোমা ছোঁড়ে তাঁরা দুজন। অন্যদিকে সংসদের বাইরে দুই বিক্ষোভকারী আনমোল শিন্ডে এবং নীলম সিংহ 'তানাশাহি নেহি চলেগা' স্লোগান তুলতে থাকেন।
আরও পড়ুনঃ সংসদের অন্দরে হামলা, গ্রেফতার ৫ অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লখনউ নিবাসী সাগর শর্মা (Sagar Sharma) পেশায় ই-রিকশা চালক। উচ্চমাধ্যমিকের পর সংসারে আর্থিক অনটনের কারণে লেখাপড়া ছেড়ে ২০১৮ সালে বেঙ্গালুরুতে একটি চালকলের কাজে যুক্ত হন। কিন্তু ২০২০ সালে করোনা অতিমারিতে কাজ হারিয়ে লখনউ ফিরে আসেন। বিগত তিন মাস হল একটি ই-রিকশা চালাচ্ছেন। সংসদের অন্দরে রং বাজি হামলায় অভিযুক্ত সাগরের মামার দাবি, ভাগ্নেকে লোভ দেখিয়ে ফাঁসানো হয়েছে।
দেখুন...
#WATCH | "He has been pulled into it as per a conspiracy by someone who holds a big position," says Pradeep, maternal uncle of the Parliament breach incident accused Sagar, in UP's Lucknow pic.twitter.com/g8O2WnA0gr
— ANI (@ANI) December 14, 2023
এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি জানি ওকে ফাঁসানো হয়েছে। ও যদি এমন মানুষই হত তাহলে কোন না কোন লিঙ্ক আগে আমরা নিশ্চয়ই পেতাম'। ভাগ্নেকে ফাঁসানোর মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়াকেই চিহ্নিত করেছেন মামা। বাকি অভিযুক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই সাগরের পরিচয় হয়েছে বলে মনে করছেন মামা। লোভ দেখিয়ে ভাগ্নেকে দিয়ে এই কাজ করানো হয়েছে। সংসদের অন্দরে হামলায় সাগরের কোন ব্যক্তি স্বার্থ নেই। বড় কোন মাথা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে। দাবি অভিযুক্ত সাগরের মামার।