প্যারিস প্যারালিম্পিক ২০২৪ (Paris Paralympics 2024)-এ ভারতীয় ক্রীড়াবিদদের বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরার নয়া সুযোগ আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। এই বছর ভারত তার ৮৪ জন অ্যাথলিটকে নিয়ে ১২টি খেলায় অংশ নিতে চলেছে। প্যারিস প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে যেখানে ভারতীয় ক্রীড়াবিদরা পদকের নয়া রেকর্ড গড়ে টোকিও অলিম্পিক ২০২০-এর সেরা পদক সংখ্যা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে। কোভিডের কারণে ২০২১ সালে আয়োজিত টোকিও প্যারালিম্পিকসে ৫টি সোনা সহ ১৯টি পদক জিতে স্বপ্নের সফলতা পায় ভারতীয় দল। এই প্যারালিম্পিকে যার মধ্যে সুমিত অ্যান্টিল, অবনী লেখারা, মনীশ নারওয়াল এবং কৃষ্ণ নাগরের মতো উল্লেখযোগ্য ক্রীড়াবিদরা তাদের খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন এবং আবারও সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। শট-পুট তারকা এবং ২০২২ এশিয়ান প্যারা গেমসে রৌপ্যপদক বিজয়ী ভাগ্যশ্রী যাদব, জ্যাভলিন তারকা এবং বর্তমান বিশ্ব রেকর্ডধারী সুমিত অ্যান্টিলকে প্যারালিম্পিক ২০২৪ এর জন্য ভারতের পতাকাবাহক হিসাবে মনোনীত করা হয়েছে। India at the 2024 Summer Paralympics: প্যারিস প্যারালিম্পিক্সে খেলছেন ভারতের ৮৪ জন, টোকিওর ১৯ পদকের নজির ভাঙা যাবে কি!
একনজরে ভারতের প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এর সূচি
২৮ আগস্ট
-উদ্বোধনী অনুষ্ঠান রাত ১১:৩০ টায়
২৯ আগস্ট
-প্যারা ব্যাডমিন্টন মিক্সড ডাবলস গ্রুপ পর্ব দুপুর ১২:০০ টা থেকে, পুরুষ সিঙ্গলেসের গ্রুপ পর্ব দুপুর ১২:০০ টা থেকে, মহিলা সিঙ্গলেসের গ্রুপ পর্ব দুপুর ১২:০০ টা থেকে।
-প্যারা সুইমিং পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল এস১০ দুপুর ১টা থেকে।
-প্যারা টেবিল টেনিস মহিলাদের ডাবলস দুপুর ১:৩০টা থেকে, পুরুষদের ডাবলস দুপুর ১:৩০টা থেকে এবং মিক্সড ডাবলস দুপুর ১:৩০টা থেকে।
-প্যারা তাইকোনডো মহিলাদের K4447 কেজি দুপুর ১:৩০টা থেকে।
-প্যারা শুটিং মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ প্রি-ইভেন্ট ট্রেনিং দুপুর ২:৩০টা, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ২ প্রিইভেন্ট ট্রেনিং বিকেল ৪:০০টে, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ প্রিইভেন্ট ট্রেনিং বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে।
-প্যারা সাইক্লিং মহিলাদের সি ১৩ ৩০০০ মিটার ব্যক্তিগত পারসুইট কোয়ালিফাইং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে।
-প্যারা আর্চারি মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন র্যাঙ্কিং রাউন্ড ৪:৩০টে, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন র্যাঙ্কিং রাউন্ড বিকেল ৪:৩০টে, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন র্যাঙ্কিং রাউন্ড রাত ৮:৩০টে, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন র্যাঙ্কিং রাউন্ড রাত ৮:৩০টে থেকে।
৩০ আগস্ট
-প্যারা তাইকোনডো মহিলাদের K4447 স্বর্ণপদক প্রতিযোগিতা রাত ১২টা ৪ মিনিটে।
-প্যারা ব্যাডমিন্টন মহিলা সিঙ্গলেসের গ্রুপ পর্ব দুপুর ১২:০০ টা থেকে, পুরুষ সিঙ্গলেসের গ্রুপ পর্ব দুপুর ১২:০০ টা থেকে, মিক্সড ডাবলস গ্রুপ পর্ব সন্ধ্যা ৭:৩০টা থেকে।
-প্যারা আর্চারি মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন রাউন্ড ৩২, দুপুর সাড়ে ১২টা থেকে, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন রাউন্ড ৩২ সন্ধ্যা ৭টা থেকে।
-প্যারা শুটিং মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ১২:৩০, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ২:৩০, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ফাইনাল দুপুর ৩টে বেজে ১৫ মিনিটে, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ২ কোয়ালিফিকেশন বিকেল ৫:০০টা, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ফাইনাল বিকেল ৫:৩০টা, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ২ প্রি-ইভেন্ট ট্রেনিং সন্ধ্যা ৭:০০টা, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ টু ফাইনাল সন্ধ্যা ৭:৪৫টা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ প্রি-ইভেন্ট ট্রেনিং রাত ৮:৩০টা থেকে।
-প্যারা অ্যাথলেটিক্স মেয়েদের ডিসকাস থ্রো এফ৫৫ ফাইনাল দুপুর ১:৩০টা, মহিলাদের ১০০ মিটার টি-৩৫ ফাইনাল বিকেল ৪:৩৯টা থেকে।
-প্যারা টেবিল টেনিস পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল দুপুর দেড়টা থেকে, মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল দুপুর দেড়টা থেকে এবং মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল দুপুর ১:৩০টা থেকে।
-প্যারা রোয়িং মিক্সড ডাবলস স্কালস পিআর থ্রি হিট দুপুর ৩:০০টে থেকে।
-প্যারা সাইক্লিং পুরুষদের সি২ ৩০০০ মিটার ব্যক্তিগত পারসুইট কোয়ালিফাইং বিকেল ৪টা ২৪ মিনিটে, পুরুষদের সি২ ৩০০০ মিটার ব্যক্তিগত পারসুইট ফাইনালে ব্রোঞ্জ ৭টা ১১ মিনিটে, পুরুষদের সি ২ ৩০০০ মিটার ব্যক্তিগত পারসুইট ফাইনালে স্বর্ণ সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে।
৩১ আগস্ট
-প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের শট পুট এফ৩৭ ফাইনাল রাত ১২টা ২০ মিনিটে এবং পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৭ ফাইনাল রাত ১০:৩০টায়।
-প্যারা শুটিং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ১:০০টায়, মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ৩:৩০টেয়, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ফাইনাল বিকেল ৩টে ৪৫ মিনিটে, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ২ প্রি-ইভেন্ট ট্রেনিং বিকেল ৫:৩০টায়, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ফাইনাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ১ প্রি-ইভেন্ট ট্রেনিং সন্ধ্যা ৭:০০ টায়।
-প্যারা সাইক্লিং মহিলাদের সি ১৩ ৫০০ মিটার টাইম ট্রায়াল কোয়ালিফাইং দুপুর ১:৩০টায়, পুরুষদের সি ১৩ ১০০০ মিটার টাইম ট্রায়াল কোয়ালিফাইং দুপুর ১টা ৪৯ মিনিটে, মহিলাদের সি ১৩ ৫০০ মিটার টাইম ট্রায়াল ফাইনাল বিকেল ৫ টা ৫ মিনিটে, পুরুষদের সি ১৩ ১০০০ মিটার টাইম ট্রায়াল ফাইনাল ৫টা ৩২ মিনিটে।
-প্যারা টেবিল টেনিস মহিলাদের ডাবলস ডব্লিউডি ১০ সেমিফাইনাল দুপুর ১:৩০টায়, মহিলাদের ডাবলস ডব্লিউডি ১০ স্বর্ণপদক ম্যাচ রাত ১০:৪৫ মিনিটে।
-প্যারা রোয়িং মিক্সড ডাবলস স্কালস পিআর থ্রি রিপেচেজ দুপুর ২:৪০ মিনিটে।
-প্যারা আর্চারি মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন রাউন্ড ১৬, সন্ধ্যা ৭টা থেকে, মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন কোয়ার্টার ফাইনাল রাত ৯টা ১৬ মিনিট পর,
মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন সেমিফাইনাল রাত ১০টা ১৪ মিনিট পর।
-প্যারা ব্যাডমিন্টন মিক্সড ডাবলসের সেমিফাইনাল সন্ধ্যা ৭:৩০টা থেকে।
১ সেপ্টেম্বর
-প্যারা ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলেসের সেমিফাইনাল দুপুর ১২:০০টা, মেয়েদের সিঙ্গলেসের সেমিফাইনাল দুপুর ১২:০০ টা থেকে, ফাইনাল ম্যাচ রাত ১০টা ১০ মিনিট পর।
-প্যারা শুটিং মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ১:০০ টা, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ২ কোয়ালিফিকেশন দুপুর ৩:০০ টে, মিক্সড ২৫ মিটার পিস্তল এসএইচ১ প্রিইভেন্ট ট্রেনিং বিকেল ৪:০০ টা, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ১ ফাইনাল বিকেল ৪:৩০টে, মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল প্রোন এসএইচ২ ফাইনাল সন্ধ্যা ৬:৩০ টা থেকে।
-প্যারা অ্যাথলেটিক্স মহিলাদের ১৫০০ মিটার টি১১ রাউন্ড দুপুর ১:৪০ মিনিটে, পুরুষদের শট পুট এফ৪০ ফাইনাল দুপুর ৩:০৯টে, পুরুষদের হাইজাম্প টি-৪৭ ফাইনাল রাত ১০:৫৮টে, মেয়েদের ২০০ মিটার টি-৩৫ ফাইনাল রাত ১১:০৮টে থেকে।
-প্যারা রোয়িং মিক্সড ডাবলস স্কালস পিআর থ্রি ফাইনাল বি দুপুর ২:০০টো,মিক্সড ডাবলস স্কালস পিআর থ্রি ফাইনাল এ দুপুর ৩:৪০টে থেকে।
-প্যারা আর্চারি পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন রাউন্ড ১৬ সন্ধ্যা ৭টা, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন কোয়ার্টার ফাইনাল রাত ৯:১৬, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন সেমিফাইনাল রাত ১০:২৪, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন ব্রোঞ্জ মেডেল ম্যাচ রাত ১১:১৩, পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন স্বর্ণপদক ম্যাচ রাত ১১:৩০ টা থেকে।
-প্যারা টেবিল টেনিস মহিলা সিঙ্গলেসের রাউন্ড ৩২, রাত ১০:৩০ থেকে, মহিলা সিঙ্গলেসের রাউন্ড অফ ১৬, রাত ১০:৩০টা থেকে।
২ সেপ্টেম্বর
-প্যারা শুটিং মিশ্র ২৫ মিটার পিস্তল এসএইচ১ যোগ্যতা নির্ভুলতা দুপুর ১২:৩০টা, মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন এসএইচ১ প্রি-ইভেন্ট ট্রেনিং দুপুর ১২:৩০টা, পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন এসএইচ১ প্রি-ইভেন্ট ট্রেনিং দুপুর ১২:৩০টা, মিশ্র ২৫ মিটার পিস্তল এসএইচ১ কোয়ালিফিকেশন র্যাপিড বিকেল ৪:৩০টে, মিক্সড ২৫ মিটার পিস্তল এসএইচ১ ফাইনাল রাত ৮:১৫ মিনিট থেকে।
-প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের ডিসকাস থ্রো এফ৫৬ ফাইনাল দুপুর ১:৩৫টে, মহিলাদের ১৫০০ মিটার টি-১১ ফাইনাল দুপুর ১:৪০ মিনিট, পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৬৪ ফাইনাল রাত ১০:৩০ মিনিটে, মহিলাদের ডিসকাস থ্রো এফ৫৩ ফাইনাল রাত ১০:৩৪ মিনিটে, মহিলাদের ৪০০ মিটার টি-টোয়েন্টি রাউন্ড ১ রাত ১১:৫০ মিনিট থেকে।
-প্যারা টেবিল টেনিস মহিলা সিঙ্গলেসের রাউন্ড ৩২, দুপুর ১:৩০টা, মহিলা সিঙ্গলেসের রাউন্ড অফ ১৬ দুপুর ১:৩০টা থেকে।
-প্যারা আর্চারি মিক্সড টিম কম্পাউন্ড ওপেন রাউন্ড অব ১৬, সন্ধ্যা ৭টা, মিশ্র দল কম্পাউন্ড কোয়ার্টার ফাইনাল ওপেন রাত ৮:২০টা, মিশ্র দল কম্পাউন্ডের সেমিফাইনাল শুরু রাত ৯টা ৪০ মিনিট থেকে, মিশ্র দল কম্পাউন্ড ওপেন ব্রোঞ্জ মেডেল ম্যাচ রাত ১০:৩৫টা, মিশ্র দল কম্পাউন্ড ওপেন স্বর্ণপদক ম্যাচ রাত ১০:৫৫টা থেকে।
-প্যারা ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ রাত ৮টা থেকে
৩ সেপ্টেম্বর
-প্যারা আর্চারি মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন রাউন্ড ৩২, দুপুর সাড়ে ১২টা থেকে, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন রাউন্ড মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন কোয়ার্টার ফাইনাল রাত সাড়ে ৮টার পর, মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন সেমিফাইনাল রাত ৯:৩৮টা, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন ব্রোঞ্জ মেডেল ম্যাচ রাত ১০:২৭টা, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন স্বর্ণপদক ম্যাচ রাত ১০:৪৪টা থেকে।
-প্যারা শুটিং মহিলাদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ১:০০টা, পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন এসএইচ১ কোয়ালিফিকেশন দুপুর ১:০০, মিশ্র ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ২ প্রি-ইভেন্ট ট্রেনিং বিকেল ৪:১৫টে, মিশ্র ৫০ মিটার পিস্তল এসএইচ১ প্রিইভেন্ট ট্রেনিং সন্ধ্যা ৬:০০টা, মহিলাদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন এসএইচ১ ফাইনাল সন্ধ্যা ৭:৩০টা থেকে।
-প্যারা অ্যাথলেটিক্স মেয়েদের শট পুট এফ৩৪ ফাইনাল দুপুর ২:২৬টে, মহিলাদের ৪০০ মিটার টি-টোয়েন্টি ফাইনাল রাত ১০:৩৮টে, পুরুষদের হাইজাম্প টি৬৩ ফাইনাল রাত ১১:৪০ মিনিট থেকে।
-প্যারা টেবিল টেনিস মহিলা সিঙ্গলেসের রাউন্ড অফ ১৬/কোয়ার্টার ফাইনাল/সেমিফাইনাল দুপুর ১:৩০টা থেকে, পুরুষ সিঙ্গলেসের রাউন্ড অব ১৬/কোয়ার্টার ফাইনাল/সেমিফাইনাল দুপুর ১:৩০টা থেকে।
৪ সেপ্টেম্বর
-প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬ ফাইনাল রাত ১২:১০টা, পুরুষদের শট পুট এফ৪৬ ফাইনাল দুপুর ১:৩৫টা, মেয়েদের শট পুট এফ৪৬ ফাইনাল দুপুর ৩:১৬ মিনিটে, পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ফাইনাল রাত ১০:৫০টা, মহিলাদের ১০০ মিটার টি-১২ রাউন্ড ১ রাত ১১:০০টা থেকে।
-প্যারা সাইক্লিং মহিলাদের সি ১-৩ রোড টাইম ট্রায়াল শুরু হবে সকাল ১১:৩০ টা থেকে।
-প্যারা আর্চারি পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন রাউন্ড ৩২ দুপুর ১২:৩০টা থেকে।