Narendra Modi (Photo Credit: Instagram)

ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চাই। পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে পাকিস্তানের এক তরুণকে বলতে শোনা যায়, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তাঁদের চাই। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানে পেতে, তাঁদের কত খরচ করতে হবে। পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ একাধিক সংবাদমাধ্যমের অফিসে চাকরি করেছেন। ফলে তিনি যে ভিডিয়ো শেয়ার করেন, সেখানে পাকিস্তানের একাধিক মানুষকে বর্তমানে বলতে শোনা যাচ্ছে, 'পাকিস্তান (Pakistan) সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।' রাস্তাঘাটে বর্তমানে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। শুধু তাই নয়, তাঁরা যদি পাকিস্তানে না জন্মাতেন, তাহলে ভাল হত বলেও অনেকে মন্তব্য করেন।

আরও পড়ুন: Pakistani Celebs Slam Javed Akhtar: জাভেদ আখতার ঘরে ঢুকে 'বেইজ্জত' করলেন, পাকিস্তানি অভিনেত্রী সাবুর আলির কটাক্ষ

ভারত (India) যদি ভাগ না হত, তাহলে একসঙ্গে দেশের সব মানুষ থাকতেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস তাঁরা সুলভ দামে কিনতে পারতেন। পাকিস্তানে যেভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে ভারত ভাগ না হলেই ভাল হত বলে মন্তব্য করছেন অনেকে।

প্রসঙ্গত পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিষের দ্রব্য আকাশছোঁয়া। আটা, ময়দা কিনতে কার্যত মানুষের ভিড়ে অনেকে চাপা পড়ছেন। ফলে পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর আলোচনা চলছে।