
নয়াদিল্লি: পেহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করায় পাকিস্তান তীব্র জল সঙ্কটের মুখোমুখি। মরিয়া হয়ে নয়াদিল্লিকে (New Delhi) চিঠি লিখে ১৯৬০ সালের জল বণ্টন চুক্তি (Water-Sharing Agreement) পুনর্বিবেচনার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।
১৯৬০ সালের জল বণ্টন চুক্তি
১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) হল ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর জল বণ্টন নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি। ভারতের জওহরলাল নেহরু এবং পাকিস্তানের আইয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেন, এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চুক্তি। চুক্তিতে, সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জলের উপর পাকিস্তানের অধিকার দেওয়া হয়, এই তিনটি নদীর জল প্রধানত পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আর এদিকে ভারত বিপাশা, রবি ও শতদ্রু নদীর জল ব্যবহারের অধিকার পায়। আরও পড়ুন: India-Pakistan Ceasefire: 'অসংবেদনশীলতা বরদাস্ত নয়' পাক পতাকা বিক্রি নিয়ে কড়া নির্দেশ পেল ফ্লিপকার্ট, আমাজন
১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভাজনের পর জল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। এই চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতা স্থাপন করে। সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে চুক্তিটি স্থগিত করেছে। এর ফলে পাকিস্তানে জল সঙ্কট দেখা দিয়েছে। ফলে কৃষি ও জনজীবনে বড় প্রভাব ফেলছে।
পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি লিখে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে ভারত এখনও চিঠির জবাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।