পাকিস্তানের পতাকা বিক্রিতে নিষেধাজ্ঞা (ছবিঃunsplash/FB/twitter)

নয়াদিল্লিঃ ভারত-পাক সংঘাত (India-Pakistan Ceasefire)আবহে এবার ই-কমার্স (E-Commerce) প্ল্যাটফর্মকে কড়া নোটিস (Notice) দিল কেন্দ্র। অনলাইনে (Online) বিক্রি করা যাবে না পাকিস্তানের পতাকা (Pakistan Flag), এমনটাই নির্দেশ ক্রেতাসুরক্ষা মন্ত্রকের। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে আমাজন, ফ্লিপকার্ট, দ্য ফ্ল্যাগ কর্পোরেশন, দ্য ফ্ল্যাগ কোম্পানি, ইউবাইয়ের মতো ই-কমার্স সাইটগুলিকে। যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

অনলাইনে বিক্রি করা যাবে না পাকিস্তানের পতাকা, নির্দেশ কেন্দ্রের

বুধবার, কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে ই-কমার্স সাইটগুলিকে এক হাত নেন। এই সময়ে দাঁড়িয়ে আমাজন, ফ্লিপকার্ট, ইউবাইয়ের মতো ই-কমার্স সাইটগুলির আচরণ ভাবাবেগে আঘাত লাগার মতো বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।এই ধরনের অসংবেদনশীলতা একেবারে বরদাস্ত করবে না কেন্দ্র, এই পোস্টে তা সাফ জানিয়ে দেন প্রহ্লাদ জোশী। যদিও অনলাইনে পাকিস্তানের পতাকা বা কোনও পণ্য বিক্রি করলে কোন আইন লঙ্ঘন করা হয় তা উল্লেখ করেননি মন্ত্রী। তিনি শুধু বলেন, "ভারতের সঙ্গে যে দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই দেশ সম্পর্কিত জিনিসপত্র বিক্রি গ্রহণযোগ্য নয়। তাই ই-কমার্স সাইটগুলিকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।" প্রসঙ্গত, মঙ্গলবারই পাকিস্তানি পতাকা বিক্রি নিষিদ্ধের দাবি জানিয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে দিয়েছিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি।

পাক পতাকা বিক্রি নিয়ে কড়া নির্দেশ পেল ফ্লিপকার্ট, আমাজন