দিল্লি, ২৬ অগাস্ট: সপ্তাহের শুরুতে ভয়াবহ কাণ্ড পাকিস্তানে (Pakistan) । সোমবার সকালে বালোচিস্তানের (Balochistan) পাঞ্জাব (Punjab) প্রদেশে পরপর ২৩ জনের মৃত্যু হয় বলে খবর। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রাস্তার উপর গাড়ি থেকে নামিয়ে একের পর একজনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে খবর মেলে। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, দআহত হন আরও ৫ জন।
বালোচিস্তানে জঙ্গিদের হাতে নিহত একের পর এক গাড়ির চালক, দেখুন হামলার পরের পরিস্থিতি কেমন...
At least 23 people from Punjab have been killed in Balochistan’s Musakhel district after BLA terrorists offloaded passengers from trucks and buses and shot at them after checking their identities : Security forces
Operation against terrorist still continues in #Balochistan. pic.twitter.com/PAaOCkoWNR
— Malik Ali Raza (@MalikAliiRaza) August 26, 2024
পাকিস্তানের সংবাদ পত্র ডন-এর খবর অনুযায়ী, জঙ্গিরা বালোচিস্তানের জাতীয় সড়ক অবরোধ করেছিল। এরপর ট্রাক, বাস থামিয়ে সেখান থেকে চালক এবং যাত্রীদের নামিয়ে গুলি চালাতে শুরু করে। সেই সঙ্গে পরপর ১০টি গাড়িতে জঙ্গিরা আগুন ধরিয়ে দেয় বলে খবর। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শশুরু করে গোটা এলাকা জুড়ে।