Attack In Balochistan (Photo Credit: X)

দিল্লি, ২৬ অগাস্ট: সপ্তাহের শুরুতে ভয়াবহ কাণ্ড পাকিস্তানে (Pakistan) । সোমবার সকালে বালোচিস্তানের (Balochistan) পাঞ্জাব (Punjab) প্রদেশে পরপর ২৩ জনের মৃত্যু হয় বলে খবর। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রাস্তার উপর গাড়ি থেকে নামিয়ে একের পর একজনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে খবর মেলে। সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, দআহত হন আরও ৫ জন।

বালোচিস্তানে জঙ্গিদের হাতে নিহত একের পর এক গাড়ির চালক, দেখুন হামলার পরের পরিস্থিতি কেমন...

 

পাকিস্তানের সংবাদ পত্র ডন-এর খবর অনুযায়ী, জঙ্গিরা বালোচিস্তানের জাতীয় সড়ক অবরোধ করেছিল। এরপর ট্রাক, বাস থামিয়ে সেখান থেকে চালক এবং যাত্রীদের নামিয়ে গুলি চালাতে শুরু করে। সেই সঙ্গে পরপর ১০টি গাড়িতে জঙ্গিরা আগুন ধরিয়ে দেয় বলে খবর। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শশুরু করে গোটা এলাকা জুড়ে।