Shot Dead (Photo Credits: Pixabay)

হোটেলের (Hotel) নিরামিষ বিরিয়ানির (Veg Biriyani)বদলে আমিষ বিরিয়ানি পরিবেশন সেই নিয়ে তুমুল বচসা শেষমেশ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হোটেল মালিকের শনিবার ঘটনাটি ঘটেছে রাঁচির (Ranchi) কাঁকে-পিথোরিয়া রোডের একটি হোটেলে জানা গিয়েছে, এদিন হোটেলে এক ক্রেতা নিরামিষ বিরিয়ানি অর্ডার দেন পার্সেল নিয়ে বাড়ি চলে যান তিনি কিছুক্ষণ পরই কয়েকজনকে নিয়ে হোটেলে চড়াও হন ওই ব্যক্তি তাঁর অভিযোগ, নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে তাঁকে এই নিয়ে হোটেল মালিক কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় এই সময় টেবলে বসে খাবার খাচ্ছিলেন হোটেল মালিক তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলি এসে সোজা লাগে তাঁর বুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয় কুমার নাগ বয়স ৪৭ কাঁকে থানা এলাকার ভিত্থার বাসিন্দা তিনি ইতিমধ্যেই তাঁর দেহজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে পাঠানো হয়েছে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। 

নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি, রেগে হোটেল মালিককে গুলি ক্রেতার