নয়াদিল্লিঃ রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) ভয়াবহ দুর্ঘটনা। ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু ১ জনের। গুরুতর জখম আরও ১। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দুদু গ্রামের কাছে জয়পুর-আজমের জাতীয় সড়কে(Jaipur-Ajmer Highway)। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকল বাহিনী। চলছে উদ্ধারকার্য। জানা গিয়েছে, সড়কের উপর দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারটি। তাতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এরপরই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। অনেক দূর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের শব্দ। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।
জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১, আহত ১
ভোররাতে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রভু চন্দ। পাশপাশি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। দমকল উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য সবরকমভাবে পাশে রয়েছে প্রশাসন।" দুর্ঘটনার জেরে স্তব্ধ জয়পুর-আজমের জাতীয় সড়ক। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ট্রাক চালক। পরে তাঁর মৃত্যু হয়।
ট্রাকের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা, আগুনে ঝলসে মৃত ১, আহত ১
Rajasthan | One person died in the accident between a parked truck loaded with gas cylinders and a chemical tanker in Dudu on the Jaipur-Ajmer Highway: Jaipur Collector Jitendra Kumar Soni. https://t.co/St6YfTI3qQ
— ANI (@ANI) October 8, 2025