গাজা: ইজরায়েলের বিমান হামলায় (Israeli Air Strike) মৃত্যু হল হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা (One of Hamas’ Founders) আবদ আল ফতেহ দুখান (Abd al-Fattah Dukhan)। এমনটাই দাবি করা হয়েছে হয়েছে একটি রিপোর্টে। প্রাক্তন স্কুল অধ্যক্ষ আবু ওসামা (Abu Osama) নামে খ্যাত এই ব্যক্তি হামাসের হয়ে ইজরায়েলের ধ্বংসের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করত বলে জানা গেছে।
דיווח פלסטיני: בכיר חמאס נוסף, ממקימי ארגון הטרור, עבד אל-פתאח דח'אן, המכונה "אבו אוסאמה", חוסל בהתקפות צה"ל ברצועה. לפי הדיווח, דח'אן נהרג בשכונת א-נוסייראת במרכז הרצועה@gal_sade pic.twitter.com/gfqtyMgt4s
— כאן חדשות (@kann_news) October 11, 2023
পালেস্তাইন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইজরায়েলের কেএএন পাবলিক বডকস্টারে (Israel’s KAN public broadcaster) তরফে জানানো হয়েছে, মধ্য গাজার (central Gaza) পার্শ্ববর্তী নুসেইরাত (Nuseirat) এলাকায় ইজরায়েলের বিমান থেকে বোমা ফেলার সময় আবদ আল ফতেহ দুখান ওরফে আবু হাসামার মৃত্যু হয়েছে। কেউ আবার জানাচ্ছে, গাজা স্ট্রিপে ( Gaza Strip) আইডিএফ হামলায় (IDF attacks) মৃত্যু হয়েছে আবু ওসামার। আরও পড়ুন: Israel-Hamas War: জ্বালানি শূণ্য একমাত্র বিদ্যুৎকেন্দ্র, অন্ধকার নামল গাজায়, দেখুন