Corona Situation (Photo Credit: PTI)

কলকাতাঃ বাড়ছে উদ্বেগ। দেশজুড়ে ছড়াচ্ছে করোনা (Corona Virus)। মুম্বই (Mumbai), কর্ণাটক (Karnataka), কলকাতার (Kolkata)পর এবার বিহার (Bihar)। গত ২৪ ঘণ্টায় বিহারের পাটনায় মোট ৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। অন্যদিকে শহরে আগেই ঢুকে পড়েছে এই ভাইরাস। এবার ফের কলকাতায় নতুন করে মিলল করোনা আক্রান্তের হদিশ। আরও পড়ুনঃ দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জল থইথই শহরের বিভিন্ন অংশ

রাজ্যে ফের করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত ১

বর্তমানে গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪। নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় শহরজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, বিষয়ে নজর রাখছে প্রশাসন। এই বিষয়ে নানা বৈঠক চলছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের এই ঢেউয়ে আগের মতো সংক্রমণের তীব্রতা নেই। তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি থাকছে। ধুম জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। অন্যদিকে পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।জেলায়-জেলায় চলছে নজরদারি। স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প।

 চোখ রাঙাচ্ছে করোনা, শহরে ফের আক্রান্ত ১, বিহারে ২৪ ঘণ্টায় মিলল ৫ টি কেসের হদিশ