কলকাতাঃ মধ্যমগ্রামে (Madhyamgram)চাঞ্চল্যকর ঘটনা। রবিবার মধ্যরাতে মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ Blast)। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক। আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামল এনআইএ। জানা গিয়েছে, এদিন মধ্যরাতে হাইস্কুল সংলগ্ন একটি রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন সচিদানন্দ মিশ্র বলে এক ব্যক্তি। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাঁকে সঙ্গে সঙ্গে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু সোম সকালেই মারা যান তিনি।
মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা, আগুনে ঝলসে মৃত্যু ১ জনের
জানা গিয়েছে, এদিন রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। পরে ঘটনাস্থলে হাজির হন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও বারাসাতের এসডিপিও। ইতিমধ্যেই বিস্ফোরণস্থলটি ঘিরে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, হাইস্কুলের সামনে থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগে কিছু ইলেকট্রনিক্স গেজেট, মোবাইল চার্জার ও জামাকাপড় ছাড় আর কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে ওই এলাকায় এসেছিলেন সচিদানন্দ? তাঁর ব্যাগেই কি বোমা ছিল? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন এনআইএ আধিকারিকেরা।
মধ্যমগ্রামে চাঞ্চল্য, মধ্যরাতে হাইস্কুলের সামনে বোমা বিস্ফোরণ, মৃত ১
CCTV footage of bomb blast that occurred under a railway bridge near Madhyamgram Boys' High School around 1:10 AM, injuring Sachidananda Mishra, a 25-year-old man from Uttar Pradesh. He was rushed to Madhyamgram Hospital but was later shifted to Barasat Hospital, where he… pic.twitter.com/cfOdAKhxpT
— Piyali Mitra (@Plchakraborty) August 18, 2025