ওড়িশার (Odisha) মৈত্রি বিহার এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে ঢুকে এক মহিলাকে গনধর্ষণ করল দুই দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বরে থানায় গিয়ে মহিলা অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। আর তারপরেই বুধবার এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, দুষ্কৃতিরা লুঠপাঠ চালানোর জন্য ঘরে ঢুকেছিল। কিন্তু প্রথমে ওই মহিলাকে ভয় দেখিয়ে দুজন ধর্ষণ করে, পরে কয়েকটি গয়না ও দুটি মোবাইল ফোন নিয়ে পালায় তাঁরা। জানা যাচ্ছে, এই ঘটনায় দুই ধর্ষক ছাড়াও ফ্ল্যাটের বাইরে নিরাপত্তা দেওয়ার জন্য একজন দাঁড়িয়েছিল। তদন্তে নেমে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। এমনকী অভিযুক্তদের থেকে মোবাইল ফোন ও গয়নাগুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই মহিলার ওপর নজর রাখছিল দুষ্কৃতিরা। ফ্ল্যাটে মহিলা একাই থাকেন এবং তাঁর ঘরে দামি জিনিসপত্র আছে, সেই খবরও আগে থেকেই পেয়েছিলেন। তাই এদিন আবাসনে যখন সিকিউরিটি বদল হচ্ছিল, সেই সুযোগে তাঁরা ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং মহিলাকে ধর্ষণ করে। থানায় অভিযোগ জানানোর পরেই মহিলার মেডিকেল টেস্ট হয়। যদিও শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও তাঁকে ধর্ষণ করা হয়েছিল সেটি মেডিকেল টেস্ট থেকেই স্পষ্ট হয়।
#WATCH | Odisha | Commissioner of Police Bhubaneswar, Dr Suresh Debadutta Singh says, " A woman reported that on the intervening night of 29-30 Sept two people entered her house and sexually assaulted her and also took away her two mobile phones and a pair of earrings. Three… pic.twitter.com/zrsaVDP2Ka
— ANI (@ANI) October 2, 2024