ভুবনেশ্বর, ২৭ জানুয়ারিঃ ছুটির দিনে পিকনিকে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন ছাত্রীর। আহত অন্ততপক্ষে ১০। ওড়িশার নয়াগড় জেলায় এক কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের নিয়ে শনিবার পিকনিকে যাওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু পৌছনোর আগেই পথে দুর্ঘটনা ঘটল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন পড়ুয়ার। অপরজন মারা গিয়েছে হাসপাতালে যাওয়ার পথে।
আরও পড়ুনঃ গভীর রাতে কুয়াশায় ঢাকা পথ, বাইক এবং স্কুটারের মুখোমুখি ধাক্কায় বলি ৫
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, কোচিং সেন্টার থেকে ৫০ জন পড়ুয়াকে নিয়ে এদিন পিকনিকের পথে রওনা দিয়েছিল বাসটি। নয়াগড় জেলার দাসপল্লা এলাকার সহলভাঙ্গা জঙ্গল দিয়ে বোলাঙ্গির যাওয়ার পথে উলটো দিক দিয়ে আসা এক ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাসের।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় মোট ৩ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত ১ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।