প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI/Twitter)

নয়াদিল্লি: দেশের (Nation) থেকে বড় কোনও ব্যক্তি (person) বা সম্পর্ক (relation) হয় না। অসমে (Assam) কিংবদন্তি হিসেবে পূজিত লাচিত বরফুকনের (Lachit Borphukan) ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে (400th birth anniversary) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী (India's Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)।

লাচিত বরফুকনের জীবন থেকে এই শিক্ষা নেওয়ার দরকার বলে উল্লেখ করে শুক্রবার তিনি বলেন, "কোনও ব্যক্তি বা সম্পর্ক দেশের থেকে বড় হয় না। লাচিত বরফুকনের জীবন স্বজনপোষণ ও রাজতন্ত্রের ধারণার বদলে আমাদের দেশই প্রথম এই মন্ত্রে বাঁচতে অনুপ্রাণিত করে।"

শুক্রবার নয়াদিল্লিতে লাচিত বরফুকনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মহান ওই দেশপ্রেমিকের নামে একটি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বইটির নাম লাচিত বরফুকন-অসমের সেই নায়ক যিনি মোগলদের রুখে দিয়েছিলেন (Lachit Borphukan- Assam's Hero who Halted the Mughals)।

অনুষ্ঠানে উপস্থিত অতিথির সামনে বক্তব্য রাখতে গিয়ে মোদি আরও বলেন, "মহাবীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকীতে তাঁর সামনে মাথা নত করে প্রণাম জানাই আমরা। অসমের সংস্কৃতিকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকে যখন ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে তখনই দেশে পালিত হচ্ছে লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকী। দেশের সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষার জন্য তাঁর লড়াই আমাদের অনুপ্রাণিত করে। তাই তাঁকে আমি স্যালুট জানাই। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। তাঁর মতো নায়কদের জন্য আজ দেশের স্বাধীনতার ৭৫ বছর পালন করতে সক্ষম হচ্ছি আমরা। হাজার হাজার বছর ধরে নিজেদের অস্তিত্ব রক্ষা করছি।"