নয়া দিল্লি, ১ জানুয়ারীঃ এক নতুন সকাল। নতুন দিন। নতুন বছর। বিদায় নিয়েছে আরও একটা বছর। ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ববাসী (New Year 2023)। নববর্ষ উদযাপনে মেতে উঠেছেন ছোট থেকে বড় সকলেই। ৩১ ডিসেম্বর রাত থেকেই শুরু হয়ে যায় বর্ষবরণের উৎসব। পরিবার থেজে বন্ধু বান্ধব নতুন বছরের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সকলে (New Year 2023 Wishes) সকলকে। তবে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), রাহুল গান্ধি (Rahul Gandhi), নিতিশ কুমার (Nitish Kumar) সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।
নববর্ষের আগেই মাতৃহারা হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ১০০ বছরে বিদায় নিয়েছিলেন হীরাবেন মোদী (PM Modi's Mother Heeraben Modi)। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘২০২৩ ভীষণ ভালো হোক। আশা, আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক। প্রত্যেকের সুস্বাস্থ্যের কামনা করি’
দেখুন প্রধানমন্ত্রীর টুইটঃ
Have a great 2023! May it be filled with hope, happiness and lots of success. May everyone be blessed with wonderful health.
— Narendra Modi (@narendramodi) January 1, 2023
নববর্ষ শুভেচ্ছায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর টুইটঃ
Happy New Year to all! Greetings and best wishes to all fellow citizens and Indians living abroad. May the Year 2023 bring new inspirations, goals and achievements in our lives. Let us resolve to rededicate ourselves to the unity, integrity and inclusive development of the nation
— President of India (@rashtrapatibhvn) January 1, 2023
কংগ্রেস নেতা রাহুল গান্ধির টুইটঃ
उम्मीद है, 2023 में, हर गली, हर गांव, हर शहर में खुलेगी, मोहब्बत की दुकान ??❤️
Wishing everyone a very Happy New Year! pic.twitter.com/xgMJQ0b8wi
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2022
তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্টালিনের নববর্ষের শুভেচ্ছাবার্তাঃ
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!
இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!#HappyNewYear2023 pic.twitter.com/MkhXnMUEqm
— M.K.Stalin (@mkstalin) December 31, 2022
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের নববর্ষ শুভেচ্ছাবার্তাঃ
नव वर्ष के अवसर पर प्रदेश एवं देशवासियों को हार्दिक बधाई एवं शुभकामनाएं। ईश्वर से कामना है कि यह नव वर्ष आप सभी के लिए सुख, शांति, समृद्धि, सद्भाव एवं अनंत सफलताओं का वर्ष हो। सबके सम्मिलित प्रयास से सुखी, समृद्ध एवं गौरवशाली बिहार के निर्माण का संकल्प पूरा होगा।
— Nitish Kumar (@NitishKumar) January 1, 2023
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নববর্ষের শুভেচ্ছাঃ
Wishing everyone a very happy New Year!
May this year bring new opportunities, good health and prosperity for all.
Let's take a step into the New Year with renewed enthusiasm and aspiration to work together towards a prosperous and progressive Assam.
— Himanta Biswa Sarma (@himantabiswa) January 1, 2023