Photo Credit Wikipedia

ইজরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াযোভ গ্যালান্টকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিচার ব্যবস্থা পরিবর্তন আনার বিষয়টির ব্যাপারে একটি জনসভায় তা বন্ধ করার আর্জি জানিয়েছিলেন। আর তাতেই ক্ষব্ধ হয়ে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।

ইজরাইলে বিচার ব্যবস্থাকে পরিবর্তন করার যাবতীয় চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু। তবে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে পথে নেমেছে হাজার হাজার মানুষ। প্রায় ১২ সপ্তাহ ধরে এই নতুন বিচার ব্যবস্থা প্রবর্তনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে।

এই নতুন ব্যবস্থা প্রসঙ্গে ইয়াযোভ গ্যালান্ট জানিয়েছিলেন যে,  এই ব্যবস্থা ইজরাইলের প্রতিরক্ষায় ক্ষতি করবে। গ্যালান্টের এই বক্তৃতার  সময় নেতানিয়াহু ছিলেন দেশের বাইরে।  একটি সরকারী কাজে ব্রিটেনে গিয়েছিলেন তিনি।

এদিকে ইয়োযাভ গ্যালান্টের পদচ্যুতির পর নিউইয়র্কে ইজরাইলের কনসুলেট জেনারেলের আসপ জামির পদত্যাগ করেন।

ইজরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার লাপিড জানিয়েছেন, ইজরাইলের বর্তমান প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

দেশের বিশ্ববিদ্যালয়গুলি জানিয়ে দিয়েছে সোমবার থেকে তারাও  বিক্ষোভে সামিল হবেন এই নতুন আইনের বিরুদ্ধে। যদিও ইজাইলের বৃহৎ দল লেবার ইউনিয়ন পার্টি জানিয়েছেন সোমবার তারা এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করবেন।