NDRF Personnel Rescue People (Photo Credit: X)

নয়াদিল্লি: বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা (Tripura)। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে এখনও পর্যন্ত ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিপদসীমার উপরে একাধিক নদী।

ত্রিপুরায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যস্ত এলাকায় খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)  বন্যায় বিপর্যস্ত এলাকা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে -

গোমতী জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার ডম্বুর বাঁধ থেকে জল ছাড়ার অভিযোগ উঠেছিল। একই অভিযোগ ওঠে বাংলাদেশ থেকেও। তবে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সেই দাবি অস্বীকার করে জানান, এরকম কিছু ঘটেনি। জলাধারের ধারণ ক্ষমতা অতিক্রম হয়ে  যাওয়ায় বাঁধ থেকে অতিরিক্ত জল উপচে পড়েছে।