নয়াদিল্লি: দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। দেশের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার আগেই বিরোধীরা বেরিয়ে জেতে শুরু করেন। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী জোটের দলগুলি। আজ প্রায় ২ ঘণ্টার ভাষণে মণিপুর ইস্যুতে অবশেষে ১০ মিনিটের মতো কথা বলেন মোদী।
এবিষয়ে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে (NCP leader Supriya Sule) বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর কথা শুনতে চেয়েছিলাম এবং অনেক প্রত্যাশা নিয়েই অপেক্ষা করেছিলাম। আমরা চেয়েছিলাম তিনি অর্থনীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং মণিপুর নিয়ে কথা বলবেন। কিন্তু দেড় ঘন্টার মধ্যে তিনি তাঁর ভাষণের ৯০ শতাংশ ভারত জোট নিয়ে কথা বলে গেলেন।
দেখুন টুইট
#WATCH | NCP leader Supriya Sule on PM Modi's Independence Day speech says, "He (PM Modi) spoke about corruption, dynasty but dynasty is part of every party. I remember Union Home Minister Amit Shah's statement in the Parliament where he said that if you point one figure at… pic.twitter.com/AxEcKDLwBE
— ANI (@ANI) August 15, 2023
অবশেষে মণিপুর নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সেখানে যা হয়েছে তা বেদনাদায়ক। তবে এটা রাজনীতি করার সময় নয়। তিনি সকলের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে একটি সমাধান বের করতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, "রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারই দোষীদের কঠোর শাস্তির জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আগামী সময়ে মণিপুরে শান্তি ফিরিয়ে আনা হবে। আমি মণিপুরের কন্যা ও জনগণকে বলতে চাই, দেশ তোমার সঙ্গেই আছে।"
এ বিষয়ে সুপ্রিয়া সুলে বলেছেন, ‘যে কোনো ধরনের হিংসা অন্যায়। মণিপুরের এখন যা প্রয়োজন তা হল ভালবাসা এবং সহানুভূতি। এটা মণিপুরের জন্য এখন খুবই জরুরি।‘’