Sikkim (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: সিকিম আজ ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস (Sikkim Statehood Day) উদযাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এক্স প্ল্যাটফর্মে শুভেচ্ছা জানিয়ে সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্য ও অগ্রগতির প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে প্রধান মন্ত্রী লিখছেন, ‘সিকিমের মানুষকে তাঁদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে উষ্ণ শুভেচ্ছা! এই বছর এই উৎসব আরও বিশেষ, কারণ এ বছর ৫০তম বর্ষপূর্তি হয়েছে। সিকিম তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের জন্য দেশে জনপ্রিয়। রজ্যটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

সিকিম রাজ্য গঠনের ইতিহাস

সিকিম ১৬৪২ সালে নামগিয়াল রাজবংশের অধীনে একটি স্বাধীন বৌদ্ধ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেখানে ফুন্টসগ নামগিয়াল প্রথম চোগিয়াল (ধর্মরাজ) হিসেবে রাজ্যাভিষেক পান। রাজ্যটি তিব্বত, ভুটান, নেপাল এবং ব্রিটিশ ভারতের মধ্যে ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। ১৮ শতকের দিকে নেপালি গোর্খাদের আগ্রাসনের পর সিকিম ব্রিটিশদের সঙ্গে মৈত্রী গড়ে তোলে, এরপর ১৮১৫ সালের সুগৌলি চুক্তির মাধ্যমে নেপালি আধিপত্যের অবসান ঘটে, ব্রিটিশরা ধীরে ধীরে সিকিমের উপর প্রভাব বিস্তার করে। আরও পড়ুন: Jammu: ব্ল্যাকআউটের আতঙ্ক ভুলে ব্ল্যাকবোর্ডে ফিরছে ভূ-স্বর্গ, সোমবার থেকে খুলছে স্কুল

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে সিকিম ভারতের একটি প্রটেক্টরেট রাজ্যে পরিণত হয়। এরপর ১৯৫০ সালে ভারত-সিকিম শান্তি চুক্তির মাধ্যমে ভারত সিকিমের পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করে, তবে অভ্যন্তরীণ বিষয়ে সিকিমের স্বায়ত্তশাসন জারি থাকে। তবে কিছু দিন যেতেই সেখানে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয়, বিশেষ করে নেপালি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে।

১৯৭৩ সালে রাজনৈতিক উত্তেজনা ও জন আন্দোলনের মধ্যে সিকিমের রাজা (চোগিয়াল) পালডেন থন্ডুপ নামগিয়াল ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন।

এরপর ১৯৭৫ সালের ১৪ এপ্রিল সেখানে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ ভারতের সঙ্গে যোগদানের পক্ষে ভোট দেন। ফলাফলের উপর ভিত্তি করে ১৯৭৫ সালে ১৬ মে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়।