গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূ-স্বর্গ। যুদ্ধবিরতি ঘোষণার পরেই পাকিস্তান তা ভঙ্গের চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনার কাছে যোগ্য জবাব পেয়ে পাকিস্তান আর সেই পথে যাচ্ছে না। তবু সতর্কতা হিসেবে গত কদিন জম্মু-কাশ্মীরের কিছু জায়গায় ব্ল্যাকআউট করা হচ্ছিল। এবার ভূ-স্বর্গে পুরোপুরি স্বাভাবিক হওয়ার পথে। আগামী সোমবার থেকে জম্মুর সব স্কুল খুলে যাচ্ছে। গত দিন দশেক ভূ-স্বর্গে বন্ধ রয়েছে স্কুল, কলেজ। তবে এবার সোমবার থেকে জম্মুর সরকারী, বেসরকারী সব স্কুল খোলার নির্দেশ দিল প্রশাসন। কাশ্মীরেও ক দিনের মধ্যেই স্কুল খোলা হবে। ভূ-স্বর্গে  বাজার, ব্যাঙ্ক, অফিসও খুলতে শুরু করেছে।

একেবারে যুদ্ধের খুব কাছে চলে গিয়েছিল দেশ। পহেলগামে জঙ্গি হামলার পর জঙ্গি ঘাঁটি ভাঙতে পাকিস্তানে ঢুকে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। জঙ্গি ঘাঁটি ভাঙার রাগে ভারতের ওপর পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। ফলে জম্মু-কাশ্মীরে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আগেই দুই দেশ সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়।

সোমবার থেকে জম্মুতে খুলছে স্কুল

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)