নয়াদিল্লিঃ শয্যাশায়ী স্বামী (Husband)। আর স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে এলাকারই এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ায় স্ত্রী (Wife)। আর এরপর সেই প্রেমিকের (Boyfriend) সাহায্য নিয়েই স্বামীকে শ্বাসরোধ করে খুন (Murder) করল স্ত্রী। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। নিহত ব্যক্তির নাম র চন্দ্রসেন রামটেকে। বয়স ৩৮ বছর। প্রায় এক বছরের বেশি সময় ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। স্বামী যখন শয্যাশায়ী তখন ওই এলাকারই এক যুবক আসিফ ওরফে রাজাবাবু টায়ারওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ায় স্ত্রী দিশা রামটেকে। দিশা ও চন্দ্রসেনের তিন সন্তানও রয়েছে।
পরকীয়ায় মত্ত, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর
স্থানীয় সূত্রে খবর, নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি সন্তান ও অসুস্থ স্বামীর দেখভাল করত দিশা। কিন্তু প্রেমিকের সঙ্গে মিলে কেন স্বামীকে হত্যা করল দিশা? পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দিশা ও রাজাবাবুর সম্পর্কের কথা জেনে ফেলেন চন্দ্রসেন। এই নিয়ে দম্পতির মধ্যে শুরু হয় বচসা। এরপরই প্রেমিকের সঙ্গে মিলে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে স্বামীকে খুন করে সে। হাত-পা চেপে ধরে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয় চন্দ্রসেনকে। এরপর দিশা সকলকে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মৃত্যু হয়েছে স্বামীর। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে অন্য তথ্য। জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। এরপরই তদন্তে নেমে দিশাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার প্রেমিক রাজাবাবুকে গ্রেফতার করে ওয়াথোদা থানার পুলিশ।
প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী
Nagpur Woman, Lover Arrested for Murdering Husband Over Illicit Affair, Wathoda Police Crack Murder Case within 24-Hours after Post-mortem https://t.co/S8k7GeDRU1
— nagpurnews (@nagpurnews3) July 6, 2025