থানে, ২৫ জুনঃ এক নাগাড়ে প্রবল বৃষ্টি। টানা কয়েকদিনের বৃষ্টিতে যেন জেরবার মুম্বইবাসী। প্রবল গরম কাটিয়ে দেশের একাধিক রাজ্য ভিজেই চলেছে বৃষ্টিতে। ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের (Maharashtra) থানে শহরে ঘটে গেল এক দুর্ঘটনা। রেস্তোরাঁর ছাদ ভেঙে গায়ে পড়ে আহত হয়েছেন তিনজন (Thane Restaurant Roof Collapses)।
আরও পড়ুনঃ উদ্ধার কাজ শেষে স্বাভাবিক হল ট্রেন চলাচল, বাঁকুড়া ফেরাল করমন্ডলের স্মৃতি
কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে মুম্বইবাসীদের। এক হাঁটু জল নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। গাড়ি চলাচলে ব্যাপক ভোগান্তি পোয়াতে হচ্ছে থানে এবং পালঘরের মত জেলাগুলোতে।
শনিবার রাতে প্রবল বৃষ্টির ফলে থানের ঘোদবান্দের রডের এক রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ল। ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁয় খেতে আসা ৩ গ্রাহক। থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ সেলের প্রধান ইয়াসিন তডভি নিশ্চিত করেছেন সেই সংবাদ। রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ে আহত হওয়া ২ মহিলা এবং ১ পুরুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
প্রবল বৃষ্টির কারণে থানের একাধিক এলাকা প্লাবিত হয়েছে বলে সরকারি সূত্রে খবর। থানে ছাড়াও পলঘরের ভাসাইয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে স্থানীয়রা।