Facebook (Photo Credit: Pixabay)

মুম্বই, ৩ অগাস্ট: ফেসবুকে মহিলা সেজে টাকা আদায়ের অভিযোগে মুম্বই (Mumbai ) পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। ধৃতের নাম সুশান্ত  তালশিলকর (২৯)। সোমবার অভিযুক্তকে গ্রেপ্তারের পর কস্তুরবা মার্গ থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবক নিজেকে মহিলা হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে তারই হাউজিং সোসাইটির বাসিন্দা হিসেবে নিজের পরিচয় দেয়।  সেই সঙ্গে মেসেঞ্জারে আপত্তিকর ছবি ও বার্তালাপ চালাচালি করে। আরও পড়ুন-CWG 2022: কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ব্যাডমিন্টন মিক্স টিমকে একযোগে অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডার, পড়ুন টুইট

এত কিছু করার পর আচমকাই নয়া ফেসবুক ফ্রেন্ডকে সে হুমকি দিতে থাকে এই বলে, যে এবার ওই ছবি ও চ্যাট প্রকাশ্যে আনা হবে। হাউজিং সোসাইটির সকলকে জানানো হবে। একমাত্র ১০ হাজার টাকা পেলে নিজের মুখ বন্ধ রাখবে। সম্মান রক্ষার খাতির ওই ব্যক্তি টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। তবে লাভের লাভ কিছু হয়নি। টাকা পাওয়ার পরেও চলতে তাকে হুমকি। বাধ্য হয়েই গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ তদন্তে নেমে সুশান্ত তালশিলকরকে গ্রেপ্তার করে। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।