মুম্বই, ১৭ জানুয়ারিঃ মকর সংক্রান্তির (Makar Sankranti 2023) আনন্দের মাঝে মৃত্যু সংবাদ। সংক্রান্তি উপলক্ষ্যে আকাশে ঘুড়ি ওড়ানোর প্রথা বহুকাল থেকে চলে আসছে দেশের বিভিন্ন রাজ্যে। ঘুড়ির ওড়ানোর প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দেওয়ার জন্যে ঘুড়ির নাইলন সুতোয় দেওয়া হয় মাঞ্জা। সেই মাঞ্জা দেওয়া সুতো গলায় পেঁচিয়ে বহু মানুষ প্রাণ খুইয়েছেন। তাই মহারাষ্ট্র সরকার সংক্রান্তির (Makar Sankranti 2023) মাস জুড়ে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি নাইলন মাঞ্জা সুতোর উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্ত আইনের চোখে ফাঁকি দিয়ে ছেলেপুলের হাতে চলে আসছে মাঞ্জা দেওয়া নাইলন সুতো। যার জেরে মৃত্যু হল মহারাষ্ট্রের এক প্রোঢ়ের। সংক্রান্তিতে ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে মৃত্যু বালকের
রবিবার সংক্রান্তির দিন ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো গলায় পেঁচিয়ে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ব্যক্তির নাম সঞ্জয় হাজারি। বয়স ৪৬। এদিন কাজ সেরে বাইরে করে বাড়ি ফিরছিলেন তিনি। ফ্লাইওভারে উঠতেই তাঁর গলায় ঘুড়ির সুতো পেঁচিয়ে যায়। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রিটেনশন ওয়ালে গিয়ে ধাক্কা মারেন তিনি। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতালে।
হাসপাতালে পৌঁছাতে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। চিকিৎসকরা বলেন, গলা দিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তাঁর। এছাড়াও ফ্লাইওভারের রিটেনশন ওয়ালে ধাক্কা লাগায় শরীরে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে এও জানায়, এদিন ফ্লাইওভারে সঞ্জয় হারাজির আগে আরও এক ব্যক্তির গলায় ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো জড়িয়ে গিয়েছিল। তিনিও বাইক নিয়ে ফ্লাইওভার পার হচ্ছিলেন। কিন্তু ভাগ্যের জোরে অল্পের উপর দিয়ে চোট পেয়েছেন ওই ব্যক্তি।