Image used for representational purpose only Photo Credits: Twitter/ Olivier Delfour

মুম্বই, ২০ মে: মরার উপরে খাঁড়ার ঘা, হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে (COVID-19 ward) কর্মরত চিকিৎসকের মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নায়ার হাসপাতালে। আহত চিকিৎসকের বয়স ২৬ বছর, তিনি ওই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার। করোনা রোগীদেরই মূলত চিকিৎসা করছিলেন। মঙ্গলবার কর্মরত অবস্থাতেই চিকিৎসকের মাথায় ভেঙে পড়ে সিলিং ফ্যান। এর জেরে মাথায় চোট পেয়েছেন তিনি। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ভর্তি আছেন ওই ডাক্তারবাবু। আরও পড়ুন- Coronavirus Cases In India: গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবলে ৫ হাজার ৬১১ জন, দেশে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৬ হাজার ৭৫০

সেন্ট্রাল মুম্বইতে রয়েছে এই নায়া হাসপাতাল। মহারাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩৭ হাজার ১৩৬ জন। মঙ্গলবার সেখান ৭৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৭ জন। গত তিনদিন ধরে প্রতিদিন অন্তত ২ হাজার নতুন আক্রান্তের সন্ধান মিলছে। গতকাল শুধু মুম্বইতেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে শহরে মোট করোনায় মৃত ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১১ জন। সবমিলিয়ে মুম্বইতে করোনা আক্রান্ত ২২ হাজার ৭৪৬ জন। গত সপ্তাহেই প্লাজমা থেরাপির অনুমোদন পেয়েছে মুম্বইয়ের নায়ার হাসাপাতাল। এখন সেখানে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।