নাসিক, ২৬ জুন: মুম্বইয়ের নাসিক রোড জেলে (Nashik Road prison) মৃত্যু হল মুম্বই সিরিয়াল বিস্ফোরণের (Mumbai serial blasts) অন্যতম অপরাধী ইউসুফ মেমন (Yusuf Memon)। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইউসুফ আরও এক অভিযুক্ত টাইগার মেমনের ভাই। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইউসুফ মেমন হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
নাসিক রোড জেলের সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন যে তাকে দ্রুতই নাসিক সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সে মারা যায়। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য ধুলে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আরও পড়ুন: Pallam Raju On China: চিন ডেপসাং উপত্যকায় ভারতীয় ভূখণ্ডের ১৮ কিমি ভেতরে ঢুকেছে, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী পল্লম রাজুর
ইউসুফ মেমন ১৯৯৩ সালে হওয়া ভয়াবহ মুম্বই বোমা বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন। ইউসুফ মেমন ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন এবং তাকে ২০১৮ সালে নাসিক কারাগারে স্থানান্তরিত করা হয়।