নয়াদিল্লি: মুম্বইয়ের ব্যস্ততম ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি রানওয়ে (CSMIA) আগামী ১৭ অক্টোবর ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ষা-পরবর্তী রক্ষণাবেক্ষণ (Post-Monsoon Runway Maintenance)-এর কাজে মঙ্গলবার ছয় ঘণ্টার জন্য দুটি রানওয়ে বন্ধ রাখবে।
সিএসএমআইএ (CSMIA) এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বর্ষা-পরবর্তী প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণে জন্য আগামী ১৭ অক্টোবর বিমানবন্দরের রানওয়ে - RWY 09/27 এবং RWY 14/32 অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
দেখুন
As a part of CSMIA’s comprehensive post-monsoon runway maintenance plan, both runways – RWY 09/27 and RWY 14/32 will be temporarily non-operational on 17th October 2023, from 1100 hrs to 1700 hrs. We look forward to the cooperation and support from our passengers.#MumbaiAirport pic.twitter.com/FmxJuBktZE
— CSMIA (@CSMIA_Official) September 22, 2023