Bihar Shocker: পাটনায় উড়ালপুল দখল করে গাড়ি থামিয়ে জন্মদিন উদযাপন দুষ্কৃতীদের, চলল গুলি
A screengrab of the viral video. Credits: Twitter/ IANS

পাটনা, ১২মে:  জন্মদিন উদযাপনের জন্য পাটনা শহরে প্রধান উড়ালপুল  (Patna Flyover)দখল করে বোমাবাজিতে মাতল ২০ জনেরও বেশি দুষ্কৃতীদের একটি দল। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গতমাসের এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে  যথাযথ পদক্ষেপ করা হয়েছে। গত ২৫ এপ্রিল পাটনা এইমসের সঙ্গে দীঘার সংযোগকারী পাটিল উড়ালপুলের উপরে চলেছে এই উদযাপন।  এই এলাকাটি রুপাসপুর থানার অধীনে। অভিযোগ জন্মদিন উদযাপনের সময় দুই দুষ্কৃতী আবার শূন্য বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে।

এই প্রসঙ্গে রুপাসপুর থানার অফিসার চন্দ্রভানু সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেছেন, "সম্প্রতি ঘটনাটি আমাদের গোচরে এসেছে এবং তৎক্ষণাৎ অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। এই ঘটনায় এখনও পর্যন্ত বার্থডে বয় সৌরভ যাদব-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। সৌরভ যাদবের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে এই উদযাপনের লাইভ ভিডিও করে অভিযুক্তরা।  নাসিরগঞ্জের বাসিন্দা সৌরভ যাদব ছোটখাটো ব্যবসায়ী। দুই লেনের ওই উড়ালপুলে নয় নয় করেও  এক ডজন গাড়ি ও SUV আটকে জন্মদিনের উদযাপনে মেতে ওঠে দুষ্কৃতী দলটি।  দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে একটির বনেটে কেক রেখে তা কাটা হয়।"

এদিকে শূন্যে গুলিচালনার কারণে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। উড়ালপুলে সার দিয়ে দাঁড়িয়ে থাকে গাড়ি।