মণিপুর ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল করার জন্য বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষের সুরে জানান তাঁদের এই আচরন জানান দেয় তাঁরা বিরোধী হিসেবেই থাকতে পছন্দ করেন।
দলের সংসদীয় আলোচনাসভায় তিনি জানান, "তাঁদের আচরণ দেখে বোঝা যাচ্ছে তারা বিরোধী হিসেবে কাজ করতেই পছন্দ করেন, আমাদেরকে সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে" বলে জানান তিনি।
এছাড়া তিনি আরও জানান যে "বিশ্বের কাছে ভারতের একটি উন্নততর ছবি তুলে ধরা হয়েছে এবং বিজেপি কঠোরভাবে সেই পথেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।"
২০৪৭ এর মধ্যে ভারতকে একটি উন্নততর দেশে পরিণত করার সংকল্পও নেন তিনি।প্রধানমন্ত্রীর পাশাপাশি রবিশঙ্কর প্রসাদও বিরোধীদের এক হাত নেন। বিরোধীদের সংসদে হট্টগোলের প্রতিরোধ করতে মঙ্গলবার বিজেপির সংসদীয় মিটিংয়ে বিস্তর আলোচনা করা হয়। একইভাবে বিরোধীদের তরফেও মণিপুর ইস্যু নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের অফিসে একত্রিত হন বিরোধী দলের নেতা নেত্রীরা।
বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদে ঝামেলার কারণে কোন কাজ এগোয়নি বলে জানা গেছে। ২০ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশন বিভিন্ন কারণবশত হট্টগোলের জন্য মুলতুবি করা হয়েছে। মণিপুরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে উত্তাল হয়ে ওঠে সংসদ।
“Seems they want to remain…”: PM Modi tears into Opposition as Parliament logjam continues
Read @ANI Story | https://t.co/Rf72gall91#PMModi #BJP #Parliament pic.twitter.com/p9cBq2do4L
— ANI Digital (@ani_digital) July 25, 2023