Modi 3.0 Ministers (Photo Credits: X)

নয়া দিল্লি, ১০ জুনঃ এনডিএ জোট শরিকদের হাত ধরে তৃতীয়বার সরকার গঠন করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। গতকাল রবিবার রাষ্ট্রপতি ভবনে নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীর সঙ্গে তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মোদী। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪১ জন। ২০১৪ এবং ২০১৯ দুবারের পূর্ণ মেয়াদ সম্পন্ন করে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তবে আগের দুই বারের তুলনায় এইবারের মোদী সরকার বেশ ভিন্ন হতে চলেছে। গত দুইবার সরকার গঠনের জন্যে শরিকদের উপর ভরসা করতে হয়নি মোদীকে। লোকসভার সংখ্যাগরিষ্ঠ আসন ছিল বিজেপির পকেটেই। তবে চব্বিশে তার ব্যতিক্রম ঘটেছে। ২৪০টি আসন এসেছে এবার বিজেপির ঝুলিতে। ফলে কেন্দ্রে সরকার গড়তে হলে শরিক বিনা গতি ছিল না।

মোদী ৩.০ সরকারে শরিকদের মন জুগিয়ে চলা ছাড়া গতি নেই। তাই স্বাভাবিকভাবেই মোদীর মন্ত্রিসভার বেশ কিছু আসন যাবে শরিক দলের নেতাদের কাছে। রদবদল ঘটতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ৭১ জন মন্ত্রীর মধ্যে ৬০ জন বিজেপির মন্ত্রী। বাকি ১১টি মন্ত্রী আসনের মধ্যে ২টি টিডিপি পেয়েছে। এনডিএ জোট শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসন (১৬টি) নিয়ে লোকসভায় গিয়েছে। নীতিশ কুমারের জেডিইউ থেকে ২ জন মন্ত্রিত্ব পেয়েছেন। শিবসেনা, জনতা দল (সেকুলার), হাম, আরএলডি, আপনা দল, এলজেপি, আরপিআই থেকে একজন করে মন্ত্রীত্ব পেয়েছেন।

আরও পড়ুনঃ Narendra Modi Cabinet: তৃতীয়বার মন্ত্রিসভা গঠন করলেন নরেন্দ্র মোদী! কারা পেলেন মন্ত্রীত্ব, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু-র কাছে শপথবাক্য পাঠ করলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর এবং মনোহর লাল খট্টররা। এনডিএ শরিকদের মধ্যে জনতা দল (সেকুলার)-এর এইচডি কুমারস্বামী শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। এরপরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী নেতা লালন সিং শপথ নেন। মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে শপথ নেন দুজন - শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার।  নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সোমবার বিকেলেই বৈঠকে বসবেন মোদী। আর প্রথম বৈঠকটি হতে চলেছে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে।